![]() |
| Tofayal H Roquib |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর '০৮ ব্যাচ
পুরকৌশলের ছাত্র তোফায়েল হাসান রকিব (Tofayal H Roquib) দুরারোগ্য IGH এবং
Chronic hepatitis রোগে আক্রান্ত। IGH রোগের কারনে তার brain fluid বেড়ে
গিয়ে তা চোখ ও কানে চাপ সৃষ্টি করছে। সে বর্তমানে প্রায় কিছুই দেখতে ও
শুনতে পাচ্ছে না। তার চিকিৎসা হিসেবে আপাতত মাথাত পেছনে একটি টিউব লাগিয়ে
দেয়া হবে, যাতে অতিরিক্ত brain fluid বেড়িয়ে যায়। ৫ দিনে যদি এ ভাবে তার অবস্থা কিছুটা ভাল হয়, তাহলে তার একটি স্থায়ী চিকিৎসা করা হবে, যার খরচ প্রায় ৫ লক্ষ টাকা।
এছাড়াও ক্রনিক হেপাটাইটিস এর চিকিৎসার জন্য আরও ৫ লক্ষ টাকা প্রয়োজন। যদি এই ৫ দিনে তার অবস্থা ভাল না হয়, তবে তাকে উন্নত চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় বলে সঠিক বলা যাচ্ছে না কত টাকা দরকার, তবে ডাক্তার বলেছেন তা কোনভাবেই ২৫-৩০ লক্ষ টাকার কম নয়।
রকিব যখন ক্লাস সিক্সে পড়ে তখন তার বাবা মারা যান। পিতৃহীন এই পরিবারটির পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়। যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসো, রকিব তো আমাদেরই ভাই, বন্ধু ...
এছাড়াও ক্রনিক হেপাটাইটিস এর চিকিৎসার জন্য আরও ৫ লক্ষ টাকা প্রয়োজন। যদি এই ৫ দিনে তার অবস্থা ভাল না হয়, তবে তাকে উন্নত চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় বলে সঠিক বলা যাচ্ছে না কত টাকা দরকার, তবে ডাক্তার বলেছেন তা কোনভাবেই ২৫-৩০ লক্ষ টাকার কম নয়।
রকিব যখন ক্লাস সিক্সে পড়ে তখন তার বাবা মারা যান। পিতৃহীন এই পরিবারটির পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়। যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসো, রকিব তো আমাদেরই ভাই, বন্ধু ...
বিস্তারিত জানার জন্য এবং টাকা পাঠানোর অন্য অপশন জানার জন্য ফোন করতে পারেন 016 7549 3436
নম্বরে।
***এই লেখাটি শেয়ার করাও কি খুব বেশী কঠিন!!!

No comments:
Post a Comment