Thursday, April 16, 2009

moshiur এ গান.......

মোহনন্দা নদী রে.....

আমি কেন তোর জলে দিয়েছিলাম সাতার

আজ আমি তোর স্মৃতির আগুনে পুরে........, হয়েছি আঙ্গার।

কার কাছে বলব দু:খ রে....., মোহন্দা তোই ছাড়া...

তোর জলে দিয়ে সাতার আজ আমি হয়েছি কুল হারা....

যার হাতে হাত ধরে......, গা ভাসিয়েছিলাম তোর জলে

সে আজ আমায় ছেড়ে ..চলে গেছে অনেক দূরে.......

আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই

মোহনন্দা তোর স্মুতি বুকে নিয়ে.....এ।

মোহনন্দা তোর বুকের ঐ কালো জল

আমার মন প্রাণ করেছে পাগল

মোহনন্দারে....

আমি কেন দিয়েছিলাম তোর জলে সাতার

আমি কেন দিয়েছিলাম তোর জলে সাতার

গীতিকার: শাহ মশিউর রহমান

world university তে LLB এর student

(আমার এক বড় ভাই এই গানটা লিখছে........গানের অর্থ কিছুই বুঝলাম না।)

No comments: